করোনায় আক্রান্ত হলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তিনি। তাঁর গানের কথাকে তুলে ধরে ইমন লিখেছেন, আমার দরজায় খিল। কোভিড পজিটিভ হলাম। বুধবার থেকে হাল্কা জ্বরে ভুগছিলেন ইমন। সঙ্গে সর্দি-কাশি, গলা ব্যথাও ছিল। সাবধানতা অবলম্বনের জন্য করোনা পরীক্ষা করান তিনি। পরে জ্বর কমে গিয়ে প্রায় সুস্থ হয়ে ওঠেন ইমন। তবে তার পরেও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষও।বিগত কয়েকদিনে অনেক টলি তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। সৃজিৎ মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীজাত, রাজ চক্রবর্তী, শুভশ্রী, রুদ্রনীল, পরমব্রত, মিমি চক্রবর্তী, সোহম, দেব, রুক্মিণী, বনি একাধিক টলি তারকার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
তাঁর গান সকলেরই খুব প্রিয়। গান গেয়ে জাতীয় পুরস্কার জিতেছেন। সেই ইমন চক্রবর্তী এবার নতুন ভূমিকায় আসতে চলেছে। অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি। আর তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী কে। আজ সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গে একটি মিষ্টি সেলফি পোস্ট করে লিখলেন আবেগঘন ক্যাপশন। ইন্সটাগ্রাম পোস্টের সেই ক্যাপশনে লিখলেন, রবিকিরণে বলে একটি অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে আমি যাত্রা শুরু করি। সেখানে তিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। আমি দেখেছিলাম একজন সিনিয়র কীভাবে নতুনদের ভালবাসতে পারেন, পাশে থাকতে পারেন। এখন আমার জীবনের প্রথম ছবি করছি আর সেখানেও তিনিই একমাত্র আমার সঙ্গে রয়েছেন। বিদীপ্তা চক্রবর্তী, তুমি না থাকলে আমার পক্ষে এই সবকিছুই অসম্ভব হত। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব ভালবাসি। একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও। ক্যাপশনে মজা করে লিখেছেন, জোড়া চক্কোত্তিস। নেটিজেনদের খুব পছন্দও হয়েছে।
মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন গায়িকা ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন হল মা-কে হারিয়েছেন ইমন। বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে মায়ের কথা লিখেছেন তিনি, মাকে মনে করেছেন।ছবিতে ছোট করে কাটা চুল, চোখে চশমা পরে ইমন চক্রবর্তীকে দেখে স্কুলছাত্রী মনে হচ্ছে। মায়ের সঙ্গে হেসে পোজ দিয়েছেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন মা। অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই ইমনের মা কে এই বিশেষ দিনে শুভেচ্ছাও জানিয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন হ্যাপি বার্থডে কাকিমা। কেউ লিখেছেন হ্যাপি বার্থডে জেঠিমা।সম্প্রতি ইমন চক্রবর্তীর মিউজিক ভিডিও ইচ্ছেডানা মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন মানিক বেরা। সুর দিয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষ। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গানটি
জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বাগদানপর্ব সেরেই ফেললেন এই স্বনামধন্য সংগীতশিল্পী। পাত্র সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। হাওড়ার লিলুয়ায় বাড়ি ইমন চক্রবর্তীর। মায়ের কাছেই প্রথম সংগীত শিক্ষা। তাঁর কাছ থেকেই শিখেছিলেন রবীন্দ্রনাথের সুরকে ভালবাসতে। ধীরে ধীরে বাংলার সংগীত জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন ইমন। আরও পড়ুনঃ আচ্ছন্নভাব থাকলেও শারীরিক উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ২০১৭ সালে পান জাতীয় স্বীকৃতি। অনুপম রায়ের সুরে তুমি যাকে ভালবাসো গানটির সুবাদে জাতীয় পুরস্কার পান ইমন। জানা গিয়েছে, বহুদিনের বন্ধু নীলাঞ্জনের সঙ্গে ডিসেম্বর থেকে প্রেম শুরু সংগীতশিল্পীর। দুজনে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ককে পরিণতি দিতে চান।